পারভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষার একটি আদর্শ বিদ্যাপীঠ। এখানকার ছাত্রছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম খেলাধুলা সাংস্কৃতিক কাব চর্চা পোশাক পরিচ্ছেদ পরিষ্কার পরিচ্ছন্নতা নীতি নৈতিকতা শৃঙ্খলা এবং সর্বোপরি বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় শিক্ষার মান উন্নয়নে ও আধুনিকায়নে আমি দারুণভাবে উৎসাহিত হয়েছি। এজন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট প্রাথমিক শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তুলাই আমার একমাত্র লক্ষ্য।
ধন্যবাদান্তে ,
মোঃ মো: আমিনুল ইসলাম।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),পারভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,ভাঙ্গুরা, পাবনা।