পারভাংগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাংগুড়া উপজেলার পারভাংগুড়া ইউনিয়নের পারভাংগুড়া গ্রামে অবস্থিত। অত্র গ্রামের কৃতি সন্তান সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযুদ্ধা। মহান মুক্তিযুদ্ধের সময় বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তলনকারী এম হোসেন আলীর স্মৃতি বিজড়িত ও জন্মস্থান অত্র পারভাংগুড়া গ্রাম। এই বরেণ্য ও মহান ব্যাক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার চাচা মরহুম আলহাজ্ব আজিমুদ্দিন ও তৎকালীন গ্রামের বিশিষ্ট সমাজসেবক দের সংগে নিয়ে ১৯৪৭ সালে সুনিবিড় পরিবেশে বড়াল নদীর কোল ঘেষে পারভাংগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টি প্রতিষ্ঠিত করেন। সেই থেকে এই প্রতিষ্ঠান টি সুনামের সংগে পাঠদানের মাধ্যমে মাথা উচু করে দারিয়ে আছে। বর্তমানে বিদ্যালয়ের ভবন ২টা শ্রেণী সংখ্যা ৪টি মোট শিক্ষার্থী ১৩২ জন।